শুধু আকৃতিতে নয় আচরণে মানুষ হওয়া প্রয়োজন।
গতকাল ২৫ অক্টোবর রবিবার সালাতুল মাগরিবের পর জামিয়া গহরপুরে অনুষ্ঠিত হল CONFERENCE ON RELIGION। আল্লামা গহরপুরী (রহ.) ফাউন্ডেশন আয়োজন করে বিষয়ভিত্তিক ধর্মীয় আলোচনার ব্যতিক্রমী এই অনুষ্ঠানের। এক পর্যায়ে অনুষ্ঠানস্থল ধর্মপ্রাণ জনগণের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হযরত মাওলানা মুসলেহ উদ্দিন রাজু সাহেব উদ্ভোধনী আলোচনা করেন। ঈমান বিষয়ে আলোচনা করেন জাতীয় মুফতি বোর্ডের সেক্রেটারি মুফতি দেলোয়ার হোসাইন। মুয়ামালাত-মুয়াশারাত বিষয়ে আলোচনা করেন মুফতি আশরাফুজ্জামান, শিক্ষাসচিব, জামিয়া রাহমানিয়া, ঢাকা। জন্ম-মৃত্যু বিষয়ে আলোচনা করেন মুফতি হাফেজ আব্দুল্লাহ, পরিচালক, ইফতা বিভাগ, জামিয়া গহরপুর।
প্রতিটি বিষয়ের পর ছিল উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। মুসলিম জনতার পাশাপশি হিন্দু ধর্মের অনুসারীগন উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
পরিচালনায় ছিলেন মুফতি হাফেজ ইসফাক আহমদ সাফে ফাউন্ডেশনের নির্বাহী সদস্য (আল্লামা গহরপুরী রহ. এর দৌহিত্র) এবং মোনাজাত করেন খলিফায়ে আল্লামা গহরপুরী রহ. হযরত মাওলানা সাদ উদ্দিন ভাদেশ্বরী হুজুর।