কমাশিসা ডেস্ক: ব্রেকিং !!!
বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য রিট আবেদন করলো হিন্দু ধর্মাবলম্বী আইনজীবি সমেন্দ্র নাথ গোস্বামী। রিট আবেদনকারী আইনজীবী সমেন্দ্র নাথ গোস্বামী আদালতে নিজেই শুনানি করে। তবে কোর্ট তার আবেদন গ্রহণ করেনি, আজকে খারিজ করে দিয়েছে।
মন্তব্য: বাংলাদেশে আর মুসলমানদের অস্তিত্ত্ব সহ্য করতে পারছে না হিন্দুরা। জনসংখ্যার মাত্র ২-৩ শতাংশ হয়ে ৯৫ ভাগ মুসলমানের ধর্মীয় অনুভূতির প্রতি তাদের কোন শ্রদ্ধা নেই। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে, বাংলাদেশের মুসলমান ও ইসলামকে হটিয়ে দিয়ে বাংলাদেশকে তাদের নিজ আয়ত্ত্বে নিতে চাইছে। কারণ তাদের এখন এক দাবি—“হিন্দুরাষ্ট্র ভারতের পাশে মুসলিম রাষ্ট্র বাংলাদেশের অস্তিত্ব থাকতে পারে না।”
খবরের সূত্র:
বাংলাদেশ – bdnews24.com
BANGLA.BDNEWS24.COM