Thursday 21st November 2024
Komashisha familyAdvertisementContact । Time: বিকাল ৫:৪৪
Home / Today / এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭০ হাজার : মিনার দুর্ঘটনাসহ এবার মৃত্যুবরণকারি হাজীর সংখ্যা দুই শ’ ২২

এ পর্যন্ত দেশে ফিরেছেন ৭০ হাজার : মিনার দুর্ঘটনাসহ এবার মৃত্যুবরণকারি হাজীর সংখ্যা দুই শ’ ২২

হজ পালনআন্তর্জাতিক ডেস্ক :: সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে রোববার পর্যন্ত ৬৮ হাজার নয় শ’ ৫১ জন হাজী দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯০টি হজ্জ-ফ্লাইটে ৩৫ হাজার আট শ’ ৪৮ জন হাজী, ৭৭টি ডেডিকেটেড ও ১৩টি শিডিউল ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনে। অবশিষ্ট ৩৩ হাজার ১০৩ জন হাজী সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন।
রোববার বিমানের আরো দুটি হজ-ফ্লাইটে হাজীরা দেশে ফেরার কথা। রোববার বাংলাদেশ বিমানের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী ফিরতি হজ ফ্লাইট কার্যক্রম পরিচালনার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৪ হাজার আট শ’ ৪৫ জন হাজীকে জেদ্দা-ঢাকা রুটে বাংলাদেশে নিয়ে আসবে। এর মধ্যে দুই হাজার সাত শ’ ৪২ জন ব্যালটি হাজী অবশিষ্ট ৫২ হাজার এক শ’ তিনজন নন-ব্যালটি হাজী। ডেডিকেটেড ও শিডিউল ফ্লাইট মিলিয়ে বর্ণিত সময়ে বিমান মোট এ শ’ ৪০টি হজ-ফ্লাইট পরিচালনা করবে। বাংলাদেশ থেকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় দুই হাজার সাত শ’ ৪২ জন হজযাত্রীসহ মোট এক লাখ সাত হাজার দুই শ’ ৯০ জন হজ পালনে সৌদি আরব গেছেন। বিমান এক শ’ ১৯টি ডেডিকেটেড ও ৩৩টি শিডিউল ফ্লাইটসহ এক শ’ ৫২টি ফ্লাইটের মাধ্যমে মোট ৫৪ হাজার আট শ’ ৪৫ জন হজ-যাত্রী পরিবহন করে। গত ১৬ আগস্ট বিমান বাংলদেশ এয়ারলাইন্সের ‘হজ ফ্লাইট কার্যক্রম-২০১৫’ শুরু করে। ২২২ জন হাজীর মৃত্যু : এদিকে ধর্ম মন্ত্রনালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটের দেয়া তথ্য অনুযায়ী শনিবার মধ্যরাত পর্যন্ত মিনার দুর্ঘটনাসহ মৃত্যুবরণকারি মোট হাজীর সংখ্যা দুই শ’ ২২ জন। এর মধ্যে পুরুষ এক শ’ ৬৮ জন ও মহিলা ৫৮ জন। মিনার দুর্ঘটনায় নিহত হাজীর সংখ্যা ৯৩। এখনো নিখোঁজ রয়েছেন ৮০ জন। স্বাভাবিক মৃত্যু হয়েছে জনের। হেরেম শরীফে ক্রেন দুর্ঘটনায় মারা গেছেন একজন।

Check Also

11377093_768919959891693_8552450127626177621_n

Can anyone become a Muslim?

Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...