সিলেটের সকাল রিপোর্ট: শেখ সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান আসামী কামরুল ইসলামকে সিলেটে আনা হয়েছে। রাত ১০টার দিকে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে আনা হয়। এসএমপি’র এডিসি(মিডিয়া) রহমত উল্যাহ এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এ এফ এম নিজাম উদ্দিন চৌধুরী তাকে সিলেটে নিয়ে আসেন।
পরে এসএমপি কনফারেন্স হলে আয়োজিত এক ব্রিফিংয়ে এসএমপি কমিশনার কামরুল আহসান জানান, ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে তোলা হবে। তিনি বলেন, সিলেটে আনার পর থেকে এ ২৪ ঘন্টা সময় গণনা হবে। তিনি বলেন, যেহেতু রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে-সেহেতু তারা এ ব্যাপারে কোন মন্তব্য করবেন না। তিনি বলেন, এরই মধ্যে এ মামলার চার্জশিট হয়েছে। কাজেই এ বিষয়ে কামরুলের স্বীকারোক্তির প্রয়োজন নেই।
ব্রিফিংকালে এসএমপি’র অতিরিক্ত কমিশনার এস এম রোকন উদ্দিন, ডিসি হেড কোয়ার্টার্স রেজাউল করিম, এডিসি রহমত উল্যাহসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কামরুলকে সৌদি আরব থেকে ঢাকায় নিয়ে আসা হয়।
Check Also
Can anyone become a Muslim?
Yes anyone can. There are two declarations, which are necessary: 1- To bear witness that ...