শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:২৩
Home / কবিতা-গল্প / ওমরান দাকনিশ

ওমরান দাকনিশ

ailan-omran

খতিব তাজুল ইসলাম :

ওমরান দাকনিশ

তুমি কি জানো যারা তোমাকে ভালবাসা দেখায়,
আমার মতো ফটো আপলোড করে
ছড়ায় স্ট্যাটাসের ভেলকিবাজি !
তোমার জন্য ঝরায় চোখের পানি,
মেকি উহ আহ করে পরিবেশ করে ভারী!
তোমার রক্তাক্ত অবয়ব দেখে হয় কিছু বিচলিত।
কিন্তু সত্যিকার অর্থে তোমাকে রক্ষার জন্য যখন গোটাদশেক এটোমিক ফুল
কিংবা শতিনেক এফ ১৬ জংগী পাখার প্রয়োজন!
তখনই আমাকে ফতোয়া দেয়া হলো
তসবিহর দানা টিপাও
জিহাদে কালিমা মাখাও
নারীদের চুড়ি পরো
শয়তানের শিষ্য বনো
তাগুতের আস্ফালন দেখো
হারামে আরাম খোঁজো
ধংসের মিছিলে দাঁড়াও।
কেবলই শুনি ওমরান দাকনিশদের
আর্তনাদ বাঁচাও বাঁচাও !!!

কিন্তু কে করবে ?
মজলুমানের অভিশাপে আমি
অন্ধ বধির বোবা পংগু অপাংতেও হয়ে বসে আছি স্বকীয়তা বৈশিষ্ট্য আর
স্বীকৃতিহীনতার নাগপাশে !?

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

৪৩ টি পতিতালয়ের মালিকের লেখা কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত?

ফেসবুকীয় মতামত-:: ঢাকা বিশ্ববিদ্যালয়বিরোধী রবী ঠাকুরের কবিতা কেন আমাদের জাতীয় সঙ্গীত? জাতি তা জানতে চায়…… ...