শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৪৯
Home / আমল / শেষ বয়সে আমলের প্রতি গুরুত্ব দেয়া

শেষ বয়সে আমলের প্রতি গুরুত্ব দেয়া

old man عَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، عن النَّبيّ ﷺ، قَالَ: «أَعْذَرَ الله إِلَى امْرِئٍ أَخَّرَ أجَلَهُ حَتَّى بَلَغَ سِتِّينَ سَنَةً»

অর্থ : আবু হোরায়রা রা. থেকে বর্ণিত, নবী স. বলেন— আল্লাহ তায়ালা সেই ব্যক্তির জন্য কোনো অজুহাত দেখানোর অবকাশ রাখেন না, যার মৃত্যুকে তিনি এত পিছিয়ে দিয়েছেন যে, সে ৬০ বছর বয়সে পৌঁছেছে ।

[সহিহ বুখারি, হাদিস ৬৪১৯]

আলেমগণ বলেন— এই বয়সে পৌঁছে গেলে ওজর-আপত্তি পেশ করার আর কোনো সুযোগ থাকবে না।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...