শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:৫৫
Home / আমল / সবচে’ বেশি সম্মানিত সে, যে সবচে’ বেশি আল্লাহকে ভয় করে

সবচে’ বেশি সম্মানিত সে, যে সবচে’ বেশি আল্লাহকে ভয় করে

allahعَنْ أَبِي هُرَيرَةَ رضي الله عنه، قَالَ : قِيلَ: يَا رَسُولَ الله، مَنْ أكرمُ النَّاس؟ قَالَ: «أَتْقَاهُمْ» فَقَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسألُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللهِ ابنُ نَبِيِّ اللهِ ابنِ نَبيِّ اللهِ ابنِ خليلِ اللهِ» قَالُوا : لَيْسَ عَن هَذَا نسألُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُوني؟ خِيَارُهُمْ في الجَاهِليَّةِ خِيَارُهُمْ في الإِسْلامِ إِذَا فَقُهُوا». مُتَّفَقٌ عَلَيهِ

অর্থ : আবু হোরায়রা রা. বলেন— রাসূল স.-কে প্রশ্ন করা হলো— হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচে’ সম্মানিত ব্যক্তি কে?

তিনি বললেন— তাদের মধ্যে যে সবচে’ আল্লাহ-ভীরু।

এরপর তারা (সাহাবিরা) বললেন— এ ব্যাপারে আমরা আপনাকে জিজ্ঞাসা করছি না বোঝাতো চাচ্ছি না।

তিনি বললেন— তাহলে ইউসুফ (সবচে’ সম্মানিত ব্যক্তি), যিনি নিজে আল্লাহর নবী, তার পিতা নবী, পিতামহও নবী এবং প্রপিতামহও নবী ও আল্লাহর বন্ধু।

তারা বললেন— এটাও আমাদের প্রশ্ন নয়। তিনি বললেন— তাহলে তোমরা কি আমাকে আরবের বংশাবলি সম্পর্কে জিজ্ঞাসা করছো? (তবে শোনো,) তাদের মধ্যে যারা জাহেলি যুগে ভালো, তারা ইসলামেও ভালো; যদি ইসলামের জ্ঞান রাখে।

[আবু দাউদ, হাদিস ৪৮৭২]

 

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আধ্যাত্মিকতা

ডক্টর আব্দুস সালাম আজাদী:: আধ্যাত্মিকতা **************** রুহানিয়্যাত বা আধ্যাত্মিকতা ইসলামের এক গুরুত্বপূর্ণ বিষয়। এর মূল ...