শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১:৪২
Home / অনুসন্ধান / আমাদের দলান্ধতাই কি কওমির ভবিষ্যৎকে গলাটিপে হত্যা করা হচ্ছে?

আমাদের দলান্ধতাই কি কওমির ভবিষ্যৎকে গলাটিপে হত্যা করা হচ্ছে?

13450216_1419095928116174_2685677913935197494_nকমাশিসা শিক্ষাসিলেবাস ডেস্ক: ২০০৬ সালের ২০ ডিসেম্বর তারিখে এক বিশেষ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এর মাধ্যমে সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা, কাজীর দায়িত্ব ও সরকারী মসজিদে ইমামতির সুযোগ সৃষ্টির লক্ষে কওমির দাওরার সনদকে এম এর সমমান ঘোষণা করা হয়েছিল । এটা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে সরকারী গেজেটও করা হয়েছিল।
কওমি মাদরাসাসমুহের সমন্বয়, উন্নয়ন ও পাবলিক পরীক্ষা গ্রহণের জন্য ‘কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ’ নামে একটি একক বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছিল।
২০০৬ থেকে ২০১৬। একে একে দশটি বছর পার হয়ে গেল। সে গেজেট এখনো বাস্তবায়িত হলো না। প্রসারিত হলো না কওমি সনদধারীদের কর্মক্ষেত্র। হলো না একক বোর্ড । সমন্বিত হলো না কওমি শিক্ষা ব্যবস্থা। কেন হলো না? এর জবাব কি কেউ দিবেন? এটা জানার অধিকার কি আমাদের নেই?

— at শিতলক্ষা নদীর. পারে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

পুলিশি নির্যাতনে হত্যার বিচার চাইবেন কার কাছে?

ডক্টর তুহিন মালিক: (১) মাত্র ১০ হাজার টাকার জন্য সিলেটে পুলিশ ফাঁড়িতে যুবককে রাতভর নির্যাতন ...