বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১১:২৫
Home / সাহাবা / একজন ন্যায়পরায়ন শাসকের উপমা

একজন ন্যায়পরায়ন শাসকের উপমা

নুরুল ইসলাম শ্রীপুরী

12011174_1645540719035526_7332507515991805182_nহযরত ওমর রা.-এর খেলাফতকালের ঘটনা। তিনি সাঈদ ইবনে আমের রা.-কে হিমসের গভর্ণর বানিয়ে পাঠালেন। কিছুদিন পর হিমসবাসীদের এক প্রতিনিধিদল খলিফা ওমর রা.-এর সাথে দেখা করতে এলে তিনি বললেন, আমাকে তোমাদের দরিদ্র মুসলমানদের একটা তালিকা দাও, বাইতুল মাল থেকে কিছু মুদ্রা (টাকা-পয়সা) দিব। তাদের
দেয়া তালিকায় সাঈদ ইবনে আমের রা.-এর নাম দেখে খলিফা চমকে উঠলেন। ইনি কি গভর্ণর সাঈদ ইবনে আমের? তারা সমস্বরে বললেন, জ্বি, হ্যাঁ…। ওমর রা. তাঁর জন্য এক হাজার স্বর্ণমুদ্রার একটি থলে দিয়ে বললেন, এটা সাঈদ ইবনে আমেরের ব্যক্তিগত খরচের। সাঈদ ইবনে আমের রা. থলেটি হাতে পেয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী জিজ্ঞাসা করলেন, কী হল, খলিফা মৃত্যুবরণ করেছেন নাকি? তিনি প্রতি উত্তরে বললেন,আখিরাত ধ্বংস করার জন্য দুনিয়া আমার কাছে
এগিয়ে এসেছে। তুমি এগুলো দরিদ্রদের মাঝে বিলিয়ে দাও। কিছুদিন পর ওমর রা. হিমসবাসীদের খবরাখবর নেওয়ার জন্য এলেন। সবাইকে একত্রিত করেজানতে চাইলেন, গভর্ণরকে নিয়ে তোমাদের কোন অভিযোগ আছে কি? উত্তরে তারা বললেন, আমাদের তিনটি অভিযোগ আছে। এক. দৈনিক সকালে আমাদের কাছে উপস্থিত হন দেরি করে। দুই. রাতে কখনো আমাদের আরজি শোনেন না। তিন. সপ্তাহে এক দিন আমাদের মাঝে আসেন না। ওমর রা. সাঈদ ইবনে আমের রা.-এর কাছে এসব অভিযোগের জবাব চাইলে তিনি বললেন, ১. ‘‘আমার বাসায় কোন কাজের লোক নেই। বাসার সকল সদস্যের খাবার তৈরিতে স্ত্রীকে আমার সহযোগিতা করতে হয়। তাই সকাল বেলা আটা পেষা, খামিরা তৈরি করা, রুটি বেলা এবং রুটি সেঁকার প্রতিটি কাজে আমাকে অংশ গ্রহণ করতে হয়। ফলে বের হতে দেরি হয়ে যায়।’’ ২. ‘‘আমি আমার দিবসকে নির্ধারণ করেছি মানবসেবার নিমিত্তে। আর রাত্রকে নির্ধারণ করেছি আল্লাহর ইবাদতে।’’ ৩.‘‘গায়ের পোশাক ছাড়া আমার আর কোন পোশাক নেই। সপ্তাহে একদিন এটি ধুয়ে শুকাতে হয়। অতপর গায়ে দেই আর এতেই আমার একটা দিন ব্যয় হয়ে যায়। ফলে সেদিন আর জনসম্মুখে আসা সম্ভব হয় না।’ পোশাক নেই, গৃহকর্মী নেই, অতিরিক্ত ভাতা দেওয়া হলে তিনি তা গরীবদের মাঝে বিলিয়ে দেন। নিজেই যে মহা গরীব তা কি তাঁর জানা নেই? গভর্ণর হয়েও প্রতিদিন তাকে পাকঘরে সময় দিতে হয়। এ-ও গভর্ণর! আর বর্তমান সময়ের জনগণের অর্থ আত্মসাৎকারী বিলাসী মন্ত্রী- আমলারাও প্রশাসক !

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

সকল স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ

কমাশিসা : শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সকল স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ...