বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৩:১০
Home / খিলাফাহ / এমন শাসক যদি হতো !

এমন শাসক যদি হতো !

প্রতিবছর যে পরিমাণ সম্পদ বাংলাদেশের ক্ষমতাসীনরা লোটপাট করে তার অর্ধেক সম্পদ দেশের গরীবদের মাঝে বন্টন করে দিলে দেশের কোন মানুষ অনাহারে থাকতোনা। শিক্ষা চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হতোনা।

13435305_556070947918093_8621165782471055438_nওমর ইবনুল খাত্তাব রাজিআল্লাহু আনহু একদিন অসুস্থ হয়ে পড়লেন। তাকে অষুধ হিসাবে মধু সেবনের জন্য বলাহলো। তখন রাষ্ট্রীয় কোষাগারে বিজিত এলাকা থেকে আসা মধু জমা ছিলো। হজরত ওমর রাজিআল্লাহু আনহু এই মধু ব্যবহার করলেন না যেভাবে চিকিৎসকরা বলেছিলো। বরং তিনি লোকদেরকে ডাকলেন জমায়েত হতে এবং মিম্বরে আরোহণ করলেন। মানুষের কাছে ইজাজত চাইলেন, এবং তাদের উদ্দেশ্যে বললেন- আমি কোন ক্রমেই তা ব্যবহার করবোনা যতক্ষণ না তোমরা আমাকে পারমিশন দিয়েছো। তানা হলে তা আমার জন্য হারাম হবে। উপস্থিত সকলে কান্নায় ভেংগে পড়লো ওমরের প্রতি সহানুভুতি দেখাতে গিয়ে। সবাই মিলে তাকে ইজাজত দিলো। এবং তারা পরস্পরে বলাবলি করতে থাকলো- আল্লাহ ওমরের কল্যাণ করুন, তোমার পরের খলিফারা যদি এভাবে তোমার অনুসরণ করতো !

 

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...