বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:১৭
Home / অনুসন্ধান / একটি সমন্বিত আন্দোলন চাই- খতিব তাজুল ইসলাম

একটি সমন্বিত আন্দোলন চাই- খতিব তাজুল ইসলাম

7162_Untitled-1
সোহাগি জাহান তনুর ধর্ষক ও খুনীদের ফাসি চাই
খতীব তাজুল ইসলাম ::
আসসালামু আলইকুম ওয়া রাহমাতুল্লাহ
বন্ধুরা খুবই গুরুত্বপুর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই।
আর তা আপনাদের মনঃপুত হলে আজ থেকেই শুরু হউক।
দেখুন…….
প্রতিদিন একটা না একটা নিউজ থাকে!
কোন না কোন নারী ধর্ষীতা হচ্ছে খুন হচ্ছে!
কোন না কোন শিশু অপরহরণ হচ্ছে খুন হচ্ছে!
মারাত্মক আন্দোলন না হলে ধর্ষক খুনী অপহরণকারীদের বিচার হয়না !
হরহামেশাই তারা পার পেয়ে যায়?
মেয়েরা শান্তিতে স্কুল কলেজ মাদরাসায় যেতে পারেনা, বখাটেদের উৎপাত প্রচণ্ড! সেদিন দেখলাম ৯ম শ্রেণীর এক মাদরাসা ছাত্রিকে ভ্যান চালক ধর্ষণ করেছে।
পুলিশরা টাকা খেয়ে, বিচারকরা ঘুষ খেয়ে অথবা নেতারা প্রভাব খাটিয়ে সবকিছু চাপা পড়ে।
আমরা অনলাইন একটি আন্দোলন গড়ে তুলতে পা্রি। ইসলামি আইন কিংবা ধর্মের লেভেলে নয়। সামাজিক ন্যায় বিচারের কথা বলে। সারা বিশ্ব আমাদের সাপোর্ট দিবে। আমাদের কওমিদের পক্ষথেকে তা শুরু হউক।
তনু যেদিন ধর্ষিতা ও খুন হয়েছে সেই দিনকে নারী ও শিশু দিবস ঘোষণা করি।রাজন হত্যা
আর দাবী তুলি-
নারী শিশুর নিরাপদ জীবন চাই
নারী শিশুদের নিরাপদ স্কুল ও মাদরাসা চাই
ধর্ষণ অপহরণ ও খুনের তড়িৎ মৃত্যুদন্ড আইন চাই
স্বাধীন পুলিশ ও বিচার বিভাগ চাই
সোহাগি তনুর খুনীদের ফাঁসি চাই
শিশু রাজন সহ সকল হত্যার দ্রুত বিচার চাই
তনু ও রাজনের ভয়াবহ ঘটনাকে সামনে রেখে আমাদের অনলাইন এক্টিভিটিজ এখন সময়ের দাবী। তাতে দেশ ও জাতির কাছে কওমির সম্মান আরো উচু হবে ইনশাআল্লাহ।
সময়ে সময়ে-
মানব বন্ধন
নিয়মিত পোস্ট
সেমিনার
আলোচনা
প্রবন্ধ নিবন্ধ
পোস্টার
আইডি
কভার পেইজ
ইত্যাদির মাধ্যমে আমরা দেশকে এই সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারি। আপানি ভেবে দেখুন কত মায়ের কোল খালি হচ্ছে। কত মেয়ে শিশু অপহরণ হচ্ছে।ধর্ষণ খুন এখন মাছ ভাতের মতো। তাই এভাবে যদি নারী শিশুদের নিয়ে পুলিশ ও বিচার বিভাগের ব্যর্থতা তুলে ধরতে পারি তাহলে মানুষের মাঝে গণসচেতনতা আসবে ইনশাআল্লাহ। আর যদি ইসলামী আইন চাই আল্লাহর হুকুম চাই বলি তাহলে প্রথমেই জংগীর কাতারে শামিল করে আপনাকে শেষ করে দিবে। তাই সু পরামর্শ দিয়ে এই প্লানকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেদিকে এগিযে আসবেন বলে আমি আশাবাদী। মনে রাখবেন এখানে কোন দল নেতা ক্ষমতা নেই। আমরা নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র ধর্মের মত নারী শিশু অধিকার নিয়ে সো্চ্চার হই। দেখবেন সকল তাগুতি শক্তি নারী এবং শিশুদের নিয়েই খেলা করে আর মানুষকে ধোকা দেয়। তাই আপনাদের ইন এবং আউট দুটোই খেোলা আসুন দেশ এবং জাতিকে বাঁচাই।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...