শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৮:১৩
Home / প্রতিদিন / আফগান কারাগারে তালেবান হামলা, ৩৫২ বন্দি মুক্ত

আফগান কারাগারে তালেবান হামলা, ৩৫২ বন্দি মুক্ত

Afghan-Prisonআফগানিস্তানের গজনি শহরের একটি কারাগারে অতর্কিত হামলা চালিয়ে কমপক্ষে ৩৫২ বন্দিকে মুক্ত করেছে তালেবান। হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য ও ৭ তালেবান জঙ্গি নিহত হয়। আজ সকালে হামলাটি চালায় তালেবান। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ধারণা করা হচ্ছে কারাগারটির প্রায় সকল বন্দিই পালাতে সক্ষম হয়েছে। তবে মোট কতজন বন্দি ছিল তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তালেবান হামলার দায় স্বীকার করেছে। দলটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বন্দুকধারী ও আত্মঘাতি তিন বোমাহামলাকারী রাত ২টায় কারাগারটিতে হামলা চালিয়ে ৪০০ বন্দিকে মুক্ত করেছে। গজনির ডেপুটি গভর্নর মোহাম্মদ আলি আহমাদি বলেন, পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে আনুমানিক ১৫০ জন তালেবান।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...