শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৬:০৩
Home / অনুসন্ধান / জঙ্গি রাস্ট্রে পরিণত পাকিস্তান: ওবামার কড়া ভাষায় আক্রমণ ; তারা চায় পাকিস্তান ইরাকের পরিণতি ভোগ করুক

জঙ্গি রাস্ট্রে পরিণত পাকিস্তান: ওবামার কড়া ভাষায় আক্রমণ ; তারা চায় পাকিস্তান ইরাকের পরিণতি ভোগ করুক

কমাশিসা আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান জঙ্গিদের স্বর্গরাজ্য৷ সন্ত্রাসের অতুড়ঘর৷ মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শেষ ভাষণে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ করলেন বারাক ওবামা৷ সতর্ক করেছেন আইএস জঙ্গিদেরও৷

বক্তৃতায় ওবামা বলেন, আইএস খুনি বাহিনী৷ একযোগে এদের খতম করতে হবে৷ আমেরিকাকে আক্রমণ করলে ওদের ভুগতে হবে৷ জঙ্গির কাছে জীবনের কোনও মূল্য নেই৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে৷ আইএস খতমের ডাক দিলেও মুসলিমদের অপমান না করার বিষয়েও অনুরোধ করেছেন ওবামা৷

তিনি বলেন রাজনীতির সঙ্গে জড়িতরা মুসলিমদের অপমান করছেন৷ এই ঘটনা মোটেই নিরাপদ নয়৷ এই ধরনের বৈষম্য করা ভুল৷ শান্তির জন্য আমাদের লড়াইয়ে বাধা দেবে এমন বৈষম্য৷” প্রেসিডেণ্ট হিসাবে শেষ ভাষণে ওবামা পাকিস্তানকে দেওয়া কঠোর বার্তা কূটনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ৷

বুধবার আফগানিস্তানের জালালাবাদে পাকিস্তান ও ভারতীয় কনসুলেটের কাছে বিস্ফোরণ ঘটেছে৷ বিস্ফোরণে নিহত হয়েছেন পাঁচজন৷ নিহতদের মধ্যে তিন নিরাপত্তারক্ষী ও দু’জন পাক দূতাবাস কর্মী৷ পাশাপাশি আত্মঘাতী জঙ্গি হামলায় ফের আক্রান্ত হল পাকিস্তানের পোলিও টিকা-শিবির৷ শিশুদের হত্যা করার ছক কষেই পোলিও শিবির লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা৷

বুধবার সকালে দেশের দক্ষিণ-পশ্চিমে কোয়েট্টা শহরের একটি পোলিও টিকা-শিবিরে জঙ্গিদের বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন৷ আহত ১০৷ নিহতদের মধ্যে শিশু, পুলিশ, আধাসামরিক বাহিনীর কর্মী ও স্থানীয় বাসিন্দা রয়েছেন৷ এদিন টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার আগে পোলিও কর্মীদের সঙ্গে শিবিরে পৌঁছন নিরাপত্তারক্ষীরা৷ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা৷ বালুচিস্তানের মন্ত্রী সরফরাজ বলেন, যুদ্ধক্ষেত্রে বসবাস করছি৷

সুত্র: অনলাইন পত্রিকা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...