শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:৫২
Home / কবিতা-গল্প / দেশের হাল

দেশের হাল

মানসূর আহমাদ
ফিরিঙ্গিদের বেশ-ভূষাতে
চলছে আমার স্বাধীন দেশ,
নতুন নতুন রঙে ঢঙে
হারাচ্ছে তার আসল বেশ।

অঙ্গে তাহার নতুন শোভা
ঢঙে তাহার মাতাল-তাল,
কোন দিকে যে চলছে হাওয়া
কোন দিকে যে ধরছে পাল!

পোশাকআশাক সবকিছুতেই
ফিরিঙ্গিদের চালচলন,
অঙ্গ খোলা শর্ট কাপড়ের
হয়েছে খুব বেশ ফলন।

আমার দেশের গরীব চাষা
না খেয়ে- হাল করে চাষ,
নিজ ফসল নিজ ঘরে তোলার
মেটে না তার সাধের আশ।

নিঃস্বরা সব নিঃস্ব থাকে
ধনীদের তাই বাড়ে ধন,
অসহায়ের বোবা কান্নায়
আনন্দ পায় ধনীর মন!

এমন করেই চলেছে দেশ
এমন করেই চলছে কাল,
দুরাবস্থা বাড়ছে শুধুই
এইতো আমার দেশের হাল।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

মুক্তিযোদ্ধার দৌহিত্র

আমিন মুনশি:: বসন্তের শেষ বিকেলে নদীর পাড়ে বসে মানিক তার ফেলে আসা সোনালি দিনগুলোর কথা ...