বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:৩৬
Home / প্রতিদিন / সৈয়দ আনোয়ার আবদুল্লাহ: আর্দশিক তারুণ্যের বাতিঘর।

সৈয়দ আনোয়ার আবদুল্লাহ: আর্দশিক তারুণ্যের বাতিঘর।

জুলফিকার হুসাইন মাহমুদী ::
আনোয়ার আব্দুল্লাহ
আনোয়ার আব্দুল্লাহ

কিছুর কিছু মানুষ আছেন যারা কাজ করেন বেশি কথা বলেন কম। নিন্দাবাদ-জিন্দাবাদের তোয়াক্কা করেন না। নীরবে-নিভৃতে স্বপ্নের পৃথিবী সাজান। উম্মাহর চিন্তায় নিজেদের নাওয়া-খাওয়া ভুলে ছুটে চলেন অবিরাম। তাদের একজন সৈয়দ আনোয়ার আবদুল্লাহ। একাধারে সাবেক ছাত্র নেতা, সাংবাদিক, কবি, গবেষক, গল্পকার, উপন্যাসিক, প্রাবন্ধিক, ছড়াকার, শিশু সাহিত্যিক, চিকিৎসক, আলেম ও দাঈ। তুখোর বক্তা, বিপ্লবী তরুণ ও খতিব।

12226638_1642117026076597_764467686_nকওমী মাদরাসা থেকে দাওরায়ে হাদীস ও ইফতা সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদজ্ঞানে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিইউএমএস ডিগ্রি লাভ করেছেন এবং এমফিল গবেষণার প্রস্তুতি নিচ্ছেন। প্রতিভাবান এই আলেম পেশায় চিকিৎসক। সাংবাদিকতাও করেছেন অনেক দিন। দেশের প্রাচীনতম শীর্ষ জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের বিভাগীয় সম্পাদক ছিলেন অনেক দিন। বর্তমানে তার সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক ‘হবিগন্জ সংবাদ’।
12212427_1642115336076766_1132425562_nসাহিত্যের নানান বিষয়েই লিখেছেন ১৫টি সাড়া জাগানো গ্রন্থ। তার লিখিত গ্রন্থগুলো হল- মহৎ প্রতিদান, শেলাই করা মুখ (ছোটগল্প), রাজমহলের নন্দিনী, রেশমী রুমাল, আন্দামানের বন্দিশালা, যৈবতি কন্যার তিন পর্ব, রেশমী রুমাল (উপন্যাস), বুক পকেটে জোৎসনা, স্বপ্নের ফেরিওয়ালা, একটি চুম্বনের জন্য প্রাথর্না, নক্ষত্র মানব (কবিতা) কল্যানী পথ চলা কোন দিকে (প্রবন্ধ) বাঙ্গালী গ্রামীন মনীষার প্রতিকৃতি, সিলেটের নাগরীলিপি ইতিহাস ঐতিহ্য অবদান (গবেষণা) সেই সব জ্যোতির্ময় (গবেষণা), চাদের হাট (শিশুতোষ)” ইত্যাদি। তার সবকটি গ্রন্থই প্রকাশ করেছে দেশের শেরা আধুনিক প্রকাশনা প্রতিষ্ঠান শাহবাগের অন্যআলো ও উৎস প্রকাশন।
12231487_1642115329410100_66378787_nকবি হাকীম সৈয়দ আনোয়ার আব্দুল্লাহর জন্ম বাংলা সাহিত্যের তারকা সমৃদ্ধ একটি ঐতিহ্যবাহী আলেম ও সাহিত্য পরিবার হবিগন্জ জেলার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে। বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ সৈয়দ আবদুল্লাহ ও জাহানারা আব্দুল্লাহর একমাত্র সন্তান। লেখালেখি ও চিকিৎসা ছাড়াও একজন জনদরদী সেবক হিসেবে তিনি পরিচিত। গরিব ও পথশিশুদের নিয়ে কাজ করেন। এ লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন সাড়া জাগানো সেবা প্রতিষ্ঠান ‘তরফরত্ন ফাউন্ডেশন’।
12226648_1642117056076594_828173817_nবাহুবল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ ইউনানী ও আযূবেদিক মেডিকেল এ্যসোসিয়েশন ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার নির্বাচিত কার্যনিবাহী সদস্য। কওমী অঙ্গনে এতো বাস্তবমূখি ও স্পষ্টবাদী কাজপাগল তরুণের সংখ্যা খুবই কম। যা বলেন অপকটে বলেন। আর্দশ ও নীতির প্রশ্নে সৈয়দ আনোয়ার আবদুল্লাহ ভেঙ্গে যেতে পারেন কিন্তি মচকান না। তার নীতি-দর্শন ও উদার দৃষ্টিভঙ্গির কারনে তিনি বার বার হীনমান্য, গোড়া, দলান্ধদের আক্রমনের শিকার হয়েছেন।
12226722_1642115366076763_1035569675_nসৈয়দ আনোয়ার আব্দুল্লাহর বড় বৈশিষ্ট হল তিনি শিল্প, সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেও এক মুহূর্তের জন্য শিকড়কে ভুলে যান নি। লেবাসে-পোশাকে, আমলে-আখলাকে তারুণ্যের এক অনন্য আইডল। তার সৃষ্টিকর্ম ও গ্রন্থ নিয়ে বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদ, ড. আশরাফ ছিদ্দিকী, কথাসাহিত্যাক রাহাত খান, মাসিক মদীনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানসহ অনেক খ্যতিমানরা লিখেছেন। তার রচিত আযাদীর লড়াই সিরিজ ঐতিহাসিক উপন্যাস ৩ খণ্ডে রাজমহলের নন্দিনী, রেশমী রুমাল, আন্দামানের বন্দিশালা, বাংলা সাহিত্যের মোড় ঘুরানো সাহিত্যকর্ম। বাংলা সাহিত্যের নতুন বাক নির্মাতা রাজমহলের নন্দিনীর নায়ক কওমী তারুণ্যের অহংকার সৈয়দ আনোয়ার আবদিল্লাহর জন্য অনিঃশেষ শুভ কামনা ও তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...