শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ২:৩১
Home / কবিতা-গল্প / রাজনীতি মানে কি?

রাজনীতি মানে কি?

 

politician

আমজাদুস সামাদ উজ্জল ::

রাজনীতি তো করছো তুমি
দ্বীন ক্বায়েমের তরে,
হচ্ছো কেনো বিপথগামী
উড়ছো কেনো ঝড়ে।
তবে,
রাজনীতি মানে কি?
গদি চেপে বসা,
নদী মেপে চষা।
রাজনীতি মানে কি?
পেটের ভাবনা করা,
গেটের লোকরা মরা।
রাজনীতি মানে কি?
অযোগ্যদের উচ্চ পদ,
সুযোগ্যদের তুচ্ছ নদ।
রাজনীতি মানে কি?
বস্তা ভরে টাকা চুরি,
নি:স্ব বুকে রাখা ছুরি।
রাজনীতি মানে কি?
বখাটেদের যোগ্য বলা,
যোগ্য ছেলের কানটা মলা।
রাজনীতি মানে কি?
বুক ফুলিয়ে হাটা,
লোক দেখিয়ে চাটা।
রাজনীতি মানে কি?
বাসায় জ্বেলে বাতি,
গরীবের বুকে লাথি।
রাজনীতি মানে কি?
হই হুল্লোড়ে মাতা,
মদের আসর পাতা।
রাজনীতি মানে কি?
নিরপেক্ষদের রসগোল্লা বলা,
ইচ্ছা মতো যেথা-সেথা।

About Abul Kalam Azad

এটাও পড়তে পারেন

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম কালেমা না জানলে কেহ মুমিন হতে পারবেনা মানলে তবে কূ-মন্ত্রনার সমনে কভূ ...