মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৮:৪৫
Home / আমেরিকা / সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন মায়েরা। কেউ আবার সন্তানের হাত ধরে দৌড়ে পালানোর চেষ্টায়। ধোঁয়ায় চোখ জ্বলছে। দমবন্ধ হয়ে অসুস্থও হয়ে পড়েন বেশ কয়েক জন শিশু ও তাদের মায়েরা।

যুদ্ধক্ষেত্র না। কাল এমনই দৃশ্যের সাক্ষী থাকল আমেরিকা-মেক্সিকো সীমান্ত। যার জেরে বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় দু’দেশের সীমান্তের সবচেয়ে ব্যস্ত পয়েন্ট, ‘সেন ইয়েসিদ্রো ক্রসিং’। মধ্য আমেরিকার কয়েকটি দেশ থেকে আসা অভিবাসীদের ক্যারাভান গত কয়েক সপ্তাহ ধরেই জড়ো হচ্ছিল মেক্সিকো সীমান্তের টিয়ুয়ানায়। উদ্দেশ্য একটাই, ধুঁকতে থাকা দেশের অর্থনীতি থেকে কোনও মতে পালিয়ে আমেরিকায় ঢোকা। এত দিন ওই ক্যারাভ্যানে আসা পরিবারগুলি শান্ত ভাবেই টিয়ুয়ানার এক ফুটবল স্টেডিয়ামে আশ্রয় নিয়েছিল। কিন্তু গত কাল সকালে পরিস্থিতি হঠাৎই বদলে যায়। জোর করে প্রায় পাঁচশো অভিবাসী ওই নির্দিষ্ট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ঢোকার চেষ্টা করছেন বলে অভিযোগ করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। পুলিশ বাধা দিলে অভিবাসীদের কয়েক জন তাদের ইট-পাথরও ছুড়তে শুরু করে বলে অভিযোগ। তাঁদের আটকাতেই মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে বলে দাবি করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে নিরীহ শিশু ও নারীদের উপরে এই আচরণে সমালোচনার ঝড় উঠেছে বিশ্ব জুড়ে।

 এন,আই/আ বা

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...