শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৩৪
Home / আন্তর্জাতিক / বিশ্বব্যাপী গুপ্তচরবৃত্তির পদ্ধতিতে নিয়ন্ত্রণ হারালো সিআইএ!

বিশ্বব্যাপী গুপ্তচরবৃত্তির পদ্ধতিতে নিয়ন্ত্রণ হারালো সিআইএ!

অনলাইন ডেস্ক : বছরের পর বছর ধরে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে গোপনে গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এজন্য তারা যে কম্পিউটার পদ্ধতি ব্যবহার করে এবার সেই পদ্ধতিটিই ফাঁস করে দিলো উইকিলিকস। তবে সিআিইয়ের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য এখনো করা হয়নি। উইকিলিকসের খবরে বলা হয়, মোবাইল ফোন, কম্পিউটার ও স্মার্টফোনসহ সিআইয়ের সকল ডিভাইসই তারা হ্যাক করার কৌশল জেনে ফেলেছে। ব্রিটিশ-মার্কিন যৌথ সমন্বয়ে দু’ দেশের গোয়েন্দা সংস্থা যে কৌশল করেছিলো, উইকিলিকসের কাছে তা ধরা পড়ে গেছে। ক্ষমতাশালীদের তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দেওয়া এই বিকল্প সংবাদমাধ্যম দাবি করছে, তাদের এবারের ফাঁস করা তথ্যগুলোর কারণে বিশ্বব্যাপী নজরদারির পথপদ্ধতিতে সিআইএ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। উইকিলিকস-এর টুইটার পাতা থেকে অনায়াসে প্রবেশ করা যাচ্ছে সেই ফাঁসকৃত ফাইলগুলোতে।
এক বিবৃতিতে তারা বলছে, সম্প্রতি সিআইএ তার নজরদারির হাতিয়ারগুলোর বেশিরভাগেরই নিয়ন্ত্রণ হারিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে লাখ লাখ লাইনের কোড যা সিআইএ’র নজরদারি সক্ষমতার সবটুকুকে সামনে নিয়ে আসে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে ফাঁস হওয়া ওই নথিতে সিআইএ’র গোপন নজরদারির বিভিন্ন পদ্ধতির বিবরণ রয়েছে। অবশ্য, এ গোপন নথি ফাঁসের ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিআইএ। পলিটিকোকে সিআইএ’র মুখপাত্র জোনাথন লিউ বলেন, গোয়েন্দা নথি ফাঁস হওয়ার সত্যতা কিংবা এর কন্টেন্ট এর ব্যাপারে আমরা মন্তব্য করছি না। তবে, তারা বলছে, এটাও পরিষ্কার নয়, ভিতর থেকে কেউ তথ্য ফাঁস করেছিলো কি-না।
বিবিসি, রয়টার্স।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

সীমান্তে অভিবাসী শিশুদের তাড়াতেও কাঁদানে গ্যাস!

কমাশিসা: কাঁদানে গ্যাসের ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক। আতঙ্কে ছুটোছুটি করছে অনেকগুলি পরিবার। শিশুদের জাপটে ধরেছেন ...