মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৪৫
Home / কবিতা-গল্প / আমি ক্লান্ত আজ

আমি ক্লান্ত আজ

সৈয়দ মবনু

মাথায় কাটাল ভেঙে আর
তুমি সূতা ধরে থাকো না উড়িয়ে ঘুুড়ি
রাতের আঁধারে
হারানোর খুব ভয়ে জলকনা উড়ি

ভিন্ন কথা দিয়ে সব সময় কাটাই
মূল কথা বলতে মুখোমুখি হয়ে বলতে পারি না যে
অতঃপর লাজুক তোমার মুখখানি
পূর্ণিমার চাঁদে দেখি বিচ্ছেদের রাত

আমি ক্লান্ত আজ প্রেম ভিক্ষা করে করে
ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হয়ে ঝরি সখি প্রেমের চরণে
ফিরিয়ে দিওনা আর তুমি শূন্যহাতে
কথা দাও যাবে না আমায় ফেলে জীবন-মরণে

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

ইসলামের পাঁচটি ভিত্তি

মুয়াজ বিন এনাম কালেমা না জানলে কেহ মুমিন হতে পারবেনা মানলে তবে কূ-মন্ত্রনার সমনে কভূ ...