শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ বিকাল ৪:৫৩
Home / অনুসন্ধান / মা-বাবা’সতর্ক হোন অত্যন্ত গুরুত্বপূর্ণ…

মা-বাবা’সতর্ক হোন অত্যন্ত গুরুত্বপূর্ণ…

শাবানা জেসমিন:

যৌন নির্যাতন থেকে আপনার শিশুকে রক্ষা করুন

দুই বছরের কন্যাশিশুকে আদর করতে নিয়ে গিয়েছিলো পাশের বাসার চাচ্চু। আদরের ছলে গালে বসিয়ে দিয়েছে কামড়ের দাগ। যা একদম স্পষ্ট হয়ে উঠেছে। ছোট্ট মেয়েটা বার বার বলতেছে আংকেল কামড় দেয়,কামড় দেয়।

চার বছরের মেয়েটি হঠাৎ চিৎকার দিয়ে কান্না করে মাকে এসে জড়িয়ে ধরলো। বার বার জিজ্ঞাসা করার পর বললো,তারই ১৬ বছরের চাচাতো ভাই জোর করে ধরে গালে মুখে আদর করতে চেয়েছিলো। ছোট্ট মেয়েটা এমন অপ্রত্যাশিত আচরণে ভয় পেয়ে গেছে।

এই দুটো ঘটনা একেবারেই সত্যি।

আপনার কন্যা সন্তান কি আপনার আপনজনের কাছে নিরাপদ তা একটু ভেবে দেখুন। আদর করার ছলে মেয়ে শিশুরা এমন যৌন নির্যাতনের শিকার হয়। অনেক সময় তা জানা ও যায় না। শিশুটি ভয়ে চুপ হয়ে যায়।

স্কুল মক্তব কেজি কোথাও মাখামাখি করতে দিতে নেই। কার মনজগতে কোন পশু লুকিয়ে আছে তা কেউ জানেনা! অতএব সাবধান!

শিশু যদি কারো কাছে যেতে না চায় তবে ভেবে দেখুন সে কেনো যেতে চায় না। খেয়াল রাখুন তাদের প্রতি যাদের কাছে মেয়ে যাচ্ছে। শিশু কান্না করলে বা ভয়ে চুপ হয়ে গেলে জিজ্ঞাসা করুন বার বার,তার কারণ কি?

ছেলে এবং মেয়ে শিশু উভয়েই এমন যৌন নির্যাতনের শিকার হয় নিকটাত্মীয় দ্বারা। শিশুদেরকে এসব বিষয়ে জানিয়ে রাখুন। তার সাথে বন্ধুর মতো আচরণ করুন।

এমন যৌন নির্যাতনে শিশুর মানসিক বিকৃতি ঘটে। সে সুস্হ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না।

লিখেছেন:
Sabana Jesmin

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...