শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৪:৫৬
Home / অনুসন্ধান / ‘আমি আত্মহত্যা করছি যাতে আমার দেহ নিয়ে তারা আনন্দ করতে না পারে’

‘আমি আত্মহত্যা করছি যাতে আমার দেহ নিয়ে তারা আনন্দ করতে না পারে’

আন্তর্জাতিক ডেস্ক : আলেপ্পো নগরের এক তরুণী মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে চিঠি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে চিঠিটি প্রকাশ করেছে।

তরুণীর ওই চিঠির অংশ বিশেষে যা বলা আছে, ‘বিশ্বের সকল ধর্মীয় নেতা এবং মুসলিম উম্মাহ’র প্রতি, যাদেরকে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করা হয়। আমি আলেপ্পোর সেইসব মেয়েদের একজন, যারা কয়েক ঘন্টার মধ্যে ধর্ষিত হওয়ার অপেক্ষায় আছে। আমাদের আশপাশে কোনো পুরুষ মানুষ বা কোনো অস্ত্র নেই, যা আমাদের এবং সিরিয়ান সেনাবাহিনী নামক জানোয়ারদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে।

আমি আত্মহত্যা করছি এই কারণে যে, আমাকে নিয়ে চিন্তা করতে করতে দুঃখে আমার বাবা মারা গেছেন। আমি আত্মহত্যা করছি যাতে আমার দেহ তাদের জন্য কোনো ধরনের আনন্দের কারণ হতে না পারে, যারা কয়েক দিন আগেও আলেপ্পোর নাম মুখে নেয়ার সাহস করতে পারেনি।

আমি আলেপ্পোতে আত্মহত্যা করছি। কারণ শেষ বিচারের দিন এসে গেছে। আমরা যেখানে বাস করছি, তার চেয়ে জাহান্নাম আরো ভয়াবহ- আমি তা মনে করি না।’

আরবিতে লেখা সেই চিঠি

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...