বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৯:২৩
Home / এশিয়া / কুরআন প্রতিযোগিতায় হাফেজ যাকারিয়ার বিশ্বজয়

কুরআন প্রতিযোগিতায় হাফেজ যাকারিয়ার বিশ্বজয়

বাহরাইনে ১৪তম শেখ জুনাইদ আলম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ যাকারিয়া।

বৃহস্পতিবার বাহরাইনের জাতীয় মসজিদ আল-ফাতেহে অনুষ্ঠিত হয় বিশ্ব কুরআন প্রতিযোগিতা। এতে বিশ্বের ৫৭টি দেশ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় ক্বিরাত ও হিফজ উভয় শাখা থেকে অনবদ্য উপস্থাপনায় ৫৭টি দেশের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ১ম স্থান অধিকার করেন যাকারিয়া। পুরস্কার হিসেবে তিনি বাংলাদেশি টাকায় প্রায় ২৭ লাখ টাকা অর্জন করেছেন।

যাকারিয়া এর আগে জর্ডান, মিশর, কাতার, কুয়েত ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

একাত্তরেই বাংলাদেশ দখল করা উচিত ছিল: ভারতের বিজেপি নেতা

কমাশিসা ডেস্ক::  ‘বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল। বিগত দশকগুলোতে আসামে মুসলমানদের যে আগমন ...