শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:১৪
Home / অর্থনীতি / বিশ্বে সবচেয়ে ধনী কারা?

বিশ্বে সবচেয়ে ধনী কারা?

টানা ষোল বছর ধরে সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে বিত্তবানদের তালিকার শীর্ষে৷ ক্রেডিট সুইসের বাৎসরিক ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ থেকে জানা গেছে এই তথ্য৷ তালিকায় জার্মানির অবস্থান উপরের দিকে উঠলেও শীর্ষে যেতে এখনো অনেক পথ বাকি৷
সর্বশেষ ‘গ্লোবাল ওয়েলথ রিপোর্ট’ অনুযায়ী সুইসরাই এখনো বিশ্বের সবচেয়ে বড় লোক৷ সুইজারল্যান্ডের সবচেয়ে বড় ঋণদাতা ব্যাংক ক্রেডিট সুইসের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী, সুইসদের গড় সম্পদের পরিমাণ ৫৬১,৯০০ মার্কিন ডলার৷ এরপরেই রয়েছেন মার্কিনিরা৷ তাদের গড় সম্পদের পরিমাণ ৩৪৪,৭০০ ডলার৷ আর তৃতীয় অবস্থানে রয়েছে ব্রিটিশরা, তাদের গড় সম্পদের পরিমাণ ২৮৮,৮০০ মার্কিন ডলার৷
জুরিখভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, প্রো-ব্রেক্সিট ভোটের কারণে পাউন্ডের মান কমে যাওয়ায় ব্রিটিশরা ১ দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের ব্যক্তি মালিকানাধীন সম্পদ হারিয়েছেন৷ অন্যদিকে, জার্মানরা তালিকার একেবারে উপরের দিকে না থাকলেও অবস্থার উন্নতি করেছে৷ বিশেষ করে সম্পত্তির দাম বেড়ে যাওয়ায় জার্মানদের ব্যক্তিমালিকানাধীন সম্পদের পরিমাণ বেড়েছে৷

সুইজারল্যান্ডের একেকজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পদের পরিমাণ গড়ে ৫ লাখ ৬১ হাজার ৯০০ ডলার৷ ফলে টানা ১৬ বছর ধরে বিশ্বের সেরা ধনীর খেতাব ধরে রেখেছে সুইসরা৷ বিশ্বের একজন নাগরিকের গড় সম্পদের চেয়ে ১১ গুণ বেশি সম্পদ আছে একজন সুইস নাগরিকের৷
এছাড়া, ‘সুপার-রিচ’ গ্রুপের সদস্য সংখ্যা প্রায় তিন শতাংশ বেড়েছে৷ যার অর্থ হচ্ছে, বিশ্বে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ আছে এমন মানুষের দলে গতবছর যোগ হয়েছে আরো ৪,১০০ জন৷ এশিয়ার নতুন বেশ কয়েকজন মিলিয়নিয়ার এই ক্লাবে যোগ দেয়ায় সংখ্যাটা বেড়েছে৷
সূত্র : ডয়েচে ভেলে

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

আদালতের ওপর বিশ্বাস ভেঙে গেছে: সায়্যিদ মাহমুদ মাদানী

নাজমুল মনযূর: আদালতের ওপর বিশ্বাস ভেঙেছে ইংরেজ খেদাও আন্দোলনে অংশগ্রহণ করা সেই মুসলমানদের। এমন কথাই ...