মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৯:৪১
Home / খুৎবা / নড়াইলে জেলা ইজতেমা শুরু আজ

নড়াইলে জেলা ইজতেমা শুরু আজ

নড়াইল প্রতিনিধি ।।

জেলায়  শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়।

নড়াইল শহরের মহিষখোলা এলাকার হাউজিং প্রকল্পের বালুর মাঠে প্রায় ১৮ একর এলাকা জুড়ে ইজতেমায় জেলার বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করছেন।

১৭ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী এই ইজতেমায় দেশবরেণ্য আলেমগণ ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করছেন।

ইজতেমা প্রাঙ্গনে স্থাপন করা হয়েছে পানির লাইন এবং অস্থায়ী ল্যাট্রিন। এছাড়া শতাধিক দোকানপাট ও হোটেল বসেছে এস্তেমার পাশ্ববর্তী এলাকায়।

নড়াইল পৌরসভার প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস জানান, মুসল্লিদের জন্য পৌরসভা থেকে চার শতাধিক পানির লাইন তৈরি করা হয়েছে। সদর হাসপাতাল ও পৌরসভার উদ্যোগে যৌথভাবে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এদিকে ইজতেমা প্রাঙ্গনে মুসল্লিদের প্রাথমিক চিকিৎসার জন্য রেডক্রিসেন্ট সোসাইটি এবং নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের পক্ষ থেকেও অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নড়াইল জেলা তবলিগ জামায়াতের জিম্মাদার অ্যাডভোকেট আকিকুর রহমান জানান, ইজতেমায় মূলত নড়াইল জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন। পৌরসভা ও ইউনিয়ন ভিত্তিক বসার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন জানান, নিরাপত্তার জন্য ইজতেমা প্রাঙ্গনে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করছে।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

Khutbatul Eid ul fitr- English Part

By: Khatib Tajul Islam   Asalamualaikum Warahmatulahi Wabarakatu,   May peace and blessings be upon ...