মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১২:৩৫
Home / প্রতিদিন / রাষ্ট্রীয়ভাবে খতমে নবুওয়াত সংরক্ষণ করতে হবে
মধুপুর মাদরাসায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভায় নেতৃবৃন্দ

রাষ্ট্রীয়ভাবে খতমে নবুওয়াত সংরক্ষণ করতে হবে

 মধুপুর মাদরাসায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভায় নেতৃবৃন্দ

কমাশিসা :: রাষ্ট্রীয়ভাবে খতমে নবুওয়াত সংরক্ষণ করতে হবে। আর তাহলেই দেশ অনাচার-পাপাচার মুক্ত হবে। ইসলাম ও রাসুল সা.-এর অবমাননার সাহস পাবে না কেউ। দেশ ও সমাজে সত্যিকার সাম্প্রদায়িক সম্প্রীতি কায়েম হবে।

৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে মুন্সিগঞ্জের মধুপুর মাদরাসা মিলনায়তনে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।

খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মাওলানা আবদুল হামিদের (মধুপুরের পীর) সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কুদ্দুস, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জামিয়া রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, সংগঠনের মহাসচিব মুফতি ইমাদুদ্দীন, কারী আবুল হোসাইন, মাওলানা উবায়দুল্লাহ ও কওমীনিউজ সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হকসহ শতাধিক আলেম।

সভায় খতমে নবুওয়াতের দাবিতে শিগগির ফরিদাবাদ মাদরাসায় একটি ওলামা-মাশায়েখ সম্মেলন এবং ১০ মার্চ মহাসম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...