বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ দুপুর ১:২১
Home / অনুসন্ধান / সাবধান: ঈমান নিয়ে রাজনীতি আগুন নিয়ে খেলা থেকেও মারাত্মক

সাবধান: ঈমান নিয়ে রাজনীতি আগুন নিয়ে খেলা থেকেও মারাত্মক

imageসৈয়দ মবনু:

মরা ময়ূরী একটি কাব্যনাটক। এই নাটকের সংলাপটি পড়ে দেখুন, এতে নাস্তিকতা আছে কি না? সকল মুসলমানের জন্য জরুরী হলো মরা ময়ূরী পড়ে বিষয়টি বুঝা। চিন্তা করুন এখানে কি নাস্তিক হওয়ার মতো একটা শব্দ আছে? অথচ একদল মুনাফিক চরিত্রের লোক কবিতাটিকে পরিবর্তন করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। একাত্তরে এভাবেই ওরা আমাদের মুক্তিযুদ্ধকে কলংকিত করতে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে মুসলিম বিশ্বের কাছে ‌বঙ্গবন্ধুকে র’ -এর এজেন্ট বলে অপপ্রচার করে। ওল পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের সেক্রেটারী মুফতি মাহমুদ যদি সেদিন ঘোষণা না দিতেন যে, শেখ মুজিব গাদ্দার নেহি, ও সুন্নি মুসলমান হে। ইয়াহিয়া-ভুট্টো শিয়া হে। শিয়া মুসলমানৌকি দুশমন হে। ওর সুন্নি পর ওয়াজিব হে সুন্নিওউ কি হিফাজত করনা’ তবে অবস্থা আরো ভয়াবহ হতো। সেদিন জামায়াতে ইসলামী আর ভুট্টোর পিপলস পার্টি মিলে মুফতি মাহমুদকে র এর দালাল বলে তাঁর পেশোয়ারের অফিসে আক্রমণ করে ছিলো, যেমনটি আজ রাজাকারদের ফাসির দাবী করায় মাওলানা ফরিদ উদ্দিন মাসউদকে র-এর দালাল বলা হচ্ছে । মিথ্যুকদের মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে যারা কবি সৈয়দ শামসুল হককে নাস্তিক বলে গালি দিচ্ছেন তারা নাস্তিক বলার আগে নাস্তিকতার আইনগত সংজ্ঞা দেখা প্রয়োজন।
সৈয়দ শামসুল হকের ‌-মরা ময়ূরী’ এবং মিথ্যুকদের তৈরি মরা ময়ূরী’র মধ্যে কতটুকু ব্যবধান তা বুঝার জন্য নীচে দুটারই কপি দেওয়া হলো। কাউকে নাস্তিক, কাফির, মুনাফিক বলার আগে নিজের কিয়ামত সম্পর্কে চিন্তা করুন। ঈমান নিয়ে রাজনীতি করা আগুন নিয়ে খেলা থেকেও মারাত্মক।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

বিকৃত যৌনতায় দিশেহারা জাতি: সমাধান কোন পথে?

শাইখ মিজানুর রাহমান আজহারী: বাংলাদেশে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। নারীকে বিবস্ত্র করা ...