বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ৭:৫১
Home / আন্তর্জাতিক / প্রেসিডেন্ট ওবামার ভেটো বাতিল : সৌদিআরবের উপর এখন ৯/১১’র মামলা হবে

প্রেসিডেন্ট ওবামার ভেটো বাতিল : সৌদিআরবের উপর এখন ৯/১১’র মামলা হবে

usa-cangresকমাশিসা আমেরিকা ডেস্ক: প্রেসিডেন্ট ওবামার ৮ বছরের শাসন আমলে সবচেয়ে বড় ধাক্কা খেলেন এখন। ৯/১১ এর ঘটনায় ক্ষতিগ্রস্থরা সৌদিআরবের উপর মামলা করার অধিকার পেলো। এর আগে তিনি ভেটো দিয়ে তা  আটকে দিয়েছিলেন। সৌদিকর্তৃপক্ষ হুমকি দিয়েছিলো যে তারা  আমেরিকায় থাকা সকল বিনিয়োগ বিক্রি করে দেবে। কিন্তু গতকাল কংগ্রেসের ১ ভোটের বিপরীতে ৯৭ ভোটের ব্যবধানে তা বাতিল হয়ে যায়। অতঃপর সিনেটে মাত্র ৭৬ ভোটের মোকাবেলায় ৩৪৮ ভোটে তা বাতিল হয়ে যায়। এখন ক্ষতিগ্রস্তরা সৌদিআরবের উপর মামলা করবে। বস্তুতঃ সারা বিশ্বব্যাপী যখন বদ্ধমূল ধারণা হতে চলেছে যে ৯/১১ আমেরিকার ইনসাইট জব তখন আমেরিকা তড়িগড়ি করে তাদের দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য সৌদিআরবের উপর অন্যায় ক্ষতিপুরণ দাবী তুলে পরিস্থিতি ঘোলাটে করে শাক দিয়ে মাছ ঢাকার অপপ্রয়াস চালাচ্ছে।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...