শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ৩:৫০
Home / কওমি অঙ্গন / জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া : দীনি শিক্ষায় নবদিগন্ত

জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া : দীনি শিক্ষায় নবদিগন্ত

slide2জামিয়া পরিচিতি

জামিয়াতুল আসআদ আল ইসলামিয়া আকাবির ও আসলাফের চিন্তার আলোকে ইসলামী ফিক্বহের গবেষণামূলক নতুন ধারার উচ্চতর একটি শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ তাআলার সাহায্য ও নুসরতের উপর পূর্ণ আস্থা ও তাওয়াক্কুল করে বে-সরু সামান গত অক্টোবর ’০৯ ইং মোতাবেক আরবী শাওয়াল ১৪৩০ হিজরীতে ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত একটি আদর্শ দ্বীনী প্রতিষ্ঠান।

রাজধানী ঢাকা এলাকার ১৩৫/৫,ডি বাসায় বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাফিজুদ্দীন তত্ত্বাবধানে একদল তরুণ আলেমকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে এ জামিয়া। নতুন কিছু করার প্রত্যয় ছিল শুরুতেই। অদ্যবধি আল্লাহর অশেষ রহমতে চলছে সেই পথচলা।

জামিয়ার কিছু বৈশিষ্ট্য:

  • ইলমী প্রাজ্ঞতা অর্জনের সাথে সাথে আত্মিক পরিশুদ্ধায়নের জন্য প্রতি মাসে ইসলাহী মজলিস আয়োজন।
  • আকাবিরে দেওবন্দের ইফতার সিলেবাসের সাথে প্রয়োজনীয় নতুন পাঠ্যবই সংযোজনে যুগোপযোগী সিলেবাস প্রনয়ণ।
  • দুই-তিন মাস পরপর ফিক্বহী সেমিনার আয়োজন করে ছাত্র ও সাধারণ জনগণের সামনে প্রয়োজনীয় মাসায়েল উপস্থাপন করা।
  • গবেষণাধর্মী বিষয়াবলীর উপরে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করে ছাত্রদেরকে গবেষণার প্রতি আগ্রহী করে তোলা।

যার নামে এই জামিয়া :

তার নাম হযরত মাওলানা সায়্যিদ আসআদ মাদানী রহ.

এই আধ্যাত্মিক মহান পুরুষ ৬ জিলক্বদ ১৩৪৬ হিজরী মোতাবেক ১৯২৮ সালের ২৭ এপ্রিল শুক্রবার সায়্যিদ খান্দানের ঐতিহ্যবাহী এক সুফী পরিবারে জন্মগ্রহণ করেন। ভারতের মুরাদাবাদ জেলার বিসরাও নামক স্থানে নিজ মাতুলালয়ে তাঁর জন্ম হয়। তাঁর আধ্যাত্মিকতা ও রূহানিয়্যাতের সর্গধাম ঐতিহাসিক দেওবন্দের পবিত্রতম আলো-হাওয়া সিক্ত মাদানী মঞ্জিলের নূরানী পরিবেশে তিনি লালিত পালিত হন।

তাঁর সম্মানিত পিতা ছিলেন উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের মহান সিপাহসালার, বীর মুজাহিদ, শতাব্দীর শ্রেষ্ঠতম মুহাদ্দিস, শায়খুল আরব ওয়াল আজম , কুতুবুল আলম , শায়খুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমাদ মাদানী কাদ্দাসাল্লাহু সিররাহুল আযীয।

বিভাগ :

জামিয়াতুল আসাদ কেবল উচ্চতর পড়াশুনার একটি প্রতিষ্ঠান । এখানে দুটি বিভাগে ছাত্র ভর্তি করা হয়,

১. তাখাসসুস ফিল ইফতা

২. বয়স্কদের দীনি শিক্ষা

ভর্তি তথ্য

আল্লাহ তাআলার ফযল ও করমে জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া সপ্তম বৎসরের শিক্ষাকার্ক্রম অত্যন্ত সফল ভাবে পরিসমাপ্ত হয়েছে। এই বৎসর জামিয়ার ফারেগীন ছাত্রের সংখ্যা ছিল ৪৪ জন। ইনশাআল্লাহ আগামী রমজানের পর আবার নতুন শিক্ষা বৎসরের কার্যক্রম শুরু হবে। আগামী শিক্ষাবর্ষে পড়তে আগ্রহী তলাবাদের জন্য ভর্তি সংক্রান্ত জরুরী তথ্যাবলী নিম্নে দেয়া দেয়া হল,

বর্তমান ঠিকানা

১৫০/সি ওয়াপদা রোড, পশ্চিম রামপুরা ঢাকা। পাওয়ার হাউজের দক্ষিণ পাশের ৭ তলা ভবনের ৭ম তলায়।

মোবাইল, ০১৭৬২১২১০৯১, ০১৭৮২৬৭৯৭৫৬, ০১৭৯৮৬৬০৩০৮

সূত্র : jamiatulasad.com

About Abul Kalam Azad

mm

এটাও পড়তে পারেন

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে জরুরী কিছু কথা!

কমাশিসা ডেস্ক: শুক্রবার ২৫সেপ্টেম্বার ২০২০. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি যখন কওমি শিক্ষা সনদের স্বীকৃতির ...