বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ রাত ১০:০৫
Home / কওমি অঙ্গন / দেওবন্দের স্বীকৃতি আছে আমাদের থাকবেনা কেন? রাত পোহালেই মানব বন্ধন!

দেওবন্দের স্বীকৃতি আছে আমাদের থাকবেনা কেন? রাত পোহালেই মানব বন্ধন!

14203076_1244277165603720_1408400809_oকমাশিসা সিলেট ডেস্ক: কাল মানব বন্ধনের আয়োজন করেছে জামেয়া নুরানিয়া ইসলামিয়া বোয়ালজুড় বালাগঞ্জ সিলেট। দারুলউলুম দেওবন্দের শিক্ষা সনদের স্বীকৃতি থাকতে পারে আমাদের কেন থাকবেনা এই দাবী নিয়ে তারা মাঠে নেমেছেন। জামেয়ার প্রধান শিক্ষক মাওলানা মীম হুসাইন বলেন- অন্ধকারের নীচে চীরকাল থাকা অনুকরণীয় হতে পারেনা। বিপদে আপদে সাময়িক ভাবে মানুষ হয়তো অন্ধকার কুটোরীতে আশ্রয় নিতে পারে কিন্তু চিরকালের জন্য নয়। কেউ যদি অন্ধকারকে স্থায়ী করে নেয় তাহলে বুঝতে হবে তার মাঝে মানসিক সমস্যা আছে। মাদারিসে কওমিয়ার সুঁতিকাগার দারুল উলুম দেওবন্দ যখন দুনিয়াতে ভুমিষ্ট হয় তখন  এই জনপদে মুসলমানদের কোন সরকার ছিলোনা।আজ সরকার আছে মুসলমানদের দেশ আছে সবই আছে কিন্তু আমরা দূরেই থেকে গেলাম যা কখনো কাম্য নয়।খোদ দারুল উলুম দেওবন্দ সরাকারি স্বীকৃতি নিয়ে এগিয়ে চলেছে আর আমরা দেওবন্দের উত্তরসুরী হয়ে উপজাতির মতো বসবাস করছি।আজ সময় এসেছে কথা বলার। অধিকার আদায় ও সঠিক সিদ্ধান্ত নেয়ার সময় এখন। তাই আসুন দেশব্যাপী কওমি সনদের স্বীকৃতির জন্য মানব বন্ধনের সুচনা করি।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...