শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সন্ধ্যা ৭:৪০
Home / অনুসন্ধান / ইখলাস তথা ঐকান্তিকতার সংজ্ঞা কী?

ইখলাস তথা ঐকান্তিকতার সংজ্ঞা কী?

শাইখ ওলী উল্লাহ আরমান:

14233189_2102636373294109_6216020394882760662_nবড়দের মুখে দরদমাখা কণ্ঠে ইখলাসের কতো বয়ান শুনি৷ আমাদের আকীদা হচ্ছে, ইখলাসবিহীন তথা লোকদেখানো আমল কবুল হয় না৷ কিন্তু এইসময় যেনো দূরবীন কিংবা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজেও ইখলাস পাওয়া দুস্কর৷ এই বৈশিষ্ট্য মোটামুটি অনেকের মাঝেই মহামারী আকারে ছড়িয়ে পড়েছে৷ আর গাছের শেকড়ে যা থাকে, শিখরে তো থাকবেই৷

যেকোনো প্রোগ্রাম শেষে বিশ্লেষণ হয় কতোটি পত্রিকায় ছবি এসেছে?  আমার/আমাদের ছবি এসেছে কিনা?  আচ্ছা, অমুকের ছবি কেনো এলো?  আমার নামে লকব কম আসবে কেনো? এতোজনের পরে নাম আসা ব্যক্তি তো আমি নই৷ আবারো বলছি গাছের শেকড়ে মহামারী হলে শিখরে অনিবার্যভাবেই তা থাকবে৷ সময়টা চলছে ‘বাংলাদেশ আনজুমানে ইশাআতে নাফস’ তথা আত্মপ্রচারের৷ সবাই যেনো নিজের ঢোল পেটাতে চাইছে৷

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

আল্লামা আহমদ শফীকে কি আসলেই তিলে তিলে হত্যা করা হয়ছে?

আল্লামা শফী সাহেবের মৃত্যু নিয়ে ওনার খাদেম  শফীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার নেওয়া হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২০। ...