শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং
কমাশিসা পরিবারবিজ্ঞাপন কর্নারযোগাযোগ । সময়ঃ সকাল ১১:৫৬
Home / কওমি অঙ্গন / বেফাক যদি মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারে তখন পুরা জাতির মেরুদন্ড সোজা হয়ে যাবে

বেফাক যদি মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারে তখন পুরা জাতির মেরুদন্ড সোজা হয়ে যাবে

befaq manob bondon-1কমাশিসা সম্পাদকীয়: আমরা শুরু থেকেই বেফাক কে নিয়ে স্বপ্ন দেখি কল্পনায় আকিঁ সোনালী দিনের চিত্র। হ্যাঁ বেফাক মেরুদন্ড সোজা করে দাঁড়াও। একক একক বোর্ড এবং সংস্কার নিয়ে গবেষণা পরিষদ গঠন করুন। কওমি মেদাবীদের কা্জে লাগান। সব জাগায় আপনাদের যেতে হবে কেন? সব কথা আপনারা বলবেন কেন?
আপনাদের সেরা প্রতিনিধিরা যাক কথা বলুক। এখানে বিস্তর কাজ আছে।আপনি বসে থাকলে সময় বসে থাকবেনা। কওমি সংস্কার আর স্বীকৃতি যদি বেহাতে চলে যায় তখন আপনারাও সহীহ সালামতে থাকতে পারবেন না। তাই মানব বন্ধনকে স্বাগত জানাই। সাথে সাথে শিক্ষা সিলেবাস নিয়ে দ্রুত কাজ শুরু করুন। কমাশিসা ব্রত হলো বেফাকের ঘুম ভাঙ্গানো। আমাদের অবজ্ঞা করবেন না।আমাদের কথায় আপনারা চলবেন এমন বোকামি কথা বলছিনা।আমাদের কষ্টের কথা শুনুন।অসুবিধার কথা ভাবুন।বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তর ভাববার সময় এখন। মাবন বন্ধন যদি একটা খেলা হয় লোক দেখানোর তাহলে দুর্ভাগ্য আমাদের।আমরা আশা করবো বেফাক বিজ্ঞ উলামা সুলাহাদের নিয়ে শিক্ষার ময়দানে গবেষণা মূলক কাজে হাত দিক। এটা বিরাট সুযোগ। প্রজন্মকে পিছে রাখার মত অালসেমি কাজ করলে মনে রাখবেন কেউনা কেউর শিকারে পরিণত হবে এই জাতি। তাই ঘুম ভাংগুক আগাইয়া যাবার।
মানব বন্ধন হউক বেফাকের অগ্রযাত্রার শুরু মাত্র। থেমে থাকবেন না প্লীজ।আমি মনে করি স্বীকৃতির আকার ধরণ নিয়ে ভাল করে আগে ভাবুন।দেশে বর্তমান চলমান দুটি স্বীকৃত শিক্ষাব্যবস্থা আছে। তাই আমরা যে কোন একটিকে উপলক্ষ করে ১০ম পর্যন্ত সমন্বয় সাধিত সিলেবাস নিয়ে এগুতে পারি। কওমিকে কওমির মতো থাকতে দেয়া ভাল। ১০মের পর ছয় বছর ব্যাপী কওমি ইলমী জামাত গুলো বর্তমানের মতো চলমান থাকুক।এই ছয় বছরকে সরকার কিভাবে কেমনে দিবে কথা বলুন। বসে থাকবেন না। বসা মানেই অন্যের জন্য দরজা খোলে দেয়া।
প্রয়োজনীয় আরবি ফিক্বহী আকাইদ ইসলামিক স্টাডির বইগুলো আধুনিকায়নের জন্য টিম গঠন করুন। তিন ধাপে সিলেবাস হউক।
প্রাথমিক- স্কুল বা আলিয়ার পাঠ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে।
মাধ্যমিক উচ্চমাধ্যমিক- ১০ম পর্যন্ত স্কুল বা আলিয়ার বিষয়ের সথে সামঞ্জস্য রেখে।
ফজিলত টাইটেল- শুধু কওমির সিলেবাস। কিছু তারতীব ও তারমীম করুন।
দয়া করে আপাতঃ অংক বিজ্ঞান ইংরেজি বইর চিন্তায় পড়বেন না। কারণ ইহা বিরাট আর্থিক বিষয়। সরকার যখন নিজে কিছু করেছে আপনারা নিজেদের এরাবিক ইসলামিক বিষয় নিয়ে ভাবুন।
এভাবে দশবছর ব্যাপী কাজ করলে কী রিজাল্ট দাঁড়াবে সময় হলেই দেখবেন। অন্যথায় বিপর্যয় বিপর্যয় কেবই বিপর্যয় অপেক্ষা করছে সকলের জন্য।

About Islam Tajul

mm

এটাও পড়তে পারেন

কওমি মাদরাসা কল্যাণ ট্রাস্ট, বাংলাদেশ

খতিব তাজুল ইসলাম ট্রাস্টের প্রয়োজনীয়তাঃ কওমি অংগন একটি স্বীকৃত ও তৃণমূল প্লাটফর্ম। দেশ ও জাতির ...